TASAUF FOUNDATION

A Nonprofit & Nonpolitical Organization, Under Societies Registration Act 1860.

TASAUF FOUNDATION

A Nonprofit & Nonpolitical Organization, Under Societies Registration Act 1860.

About Us

Introduction of Tasauf Foundation

ABOUT US:

তাসাউফ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান যা ২০১০ সনের মার্চ মাসে মেডিটেশন কোর্স  ও জনকল্যাণমূলক কার্যক্রম শুরুর মাধ্যমে আত্মপ্রকাশ করে। তাসাউফ ফাউন্ডেশন সোসাইটি এক্ট ১৮৬০ এর অধীনে রেজিষ্ট্রিকৃত একটি প্রতিষ্ঠান।

তাসাউফ হচ্ছে মানুষের অন্তরের অবস্থা যারা সর্বদা সৃষ্টির কল্যাণে নিবেদিত। সৃষ্টির কল্যাণে নিবেদিত অন্তরসমূহের একত্রিত উদ্যোগই সমাজের দুঃস্হ, বিপদগ্রস্ত ও অসহায় মানুষকে সেবা দিতে পারে। তাই তাসাউফ ফাউন্ডেশন সবসময় মানুষের পাশে থেকে জনকল্যাণমুলক কর্মসূচির মাধ্যমে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় সম্পন্ন হতে পারে বড় ও মহৎ কোন কল্যানকর কাজ।

আপন ত্যাগের মাধ্যমে অপরের দুঃখ ভাগ করে মানুষের পাশে থাকার প্রয়াসে তাসাউফ ফাউন্ডেশনের যাত্রা। তাসাউফ ফাউন্ডেশন বিশ্বাস করে প্রতিটি মানুষের সম্পদের উপর বঞ্চিত মানুষের হক রয়েছে এবং সেই অংশ অসহায় বঞ্চিত মানুষের কল্যাণে ব্যয় করা আবশ্যক। তাসাউফ ফাউন্ডেশন দেশের মানুষের শান্তি, কল্যাণ, আত্মশুদ্ধি, জাগতিক ও পরকালীন সার্থকতা অর্জনে আধ্যাত্মিক জ্ঞান-বিজ্ঞান ও শিক্ষাভিত্তিক সুশীল ও বিনয়ী সমাজ গঠনে অনবরত কাজ করে যাচ্ছে যার সুবাতাস বিশ্বব্যাপী অবারিত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

মানবপ্রেমী মানুষরাই ফাউন্ডেশন তৈরি করেছে মানব কল্যানের ব্রত নিয়ে। সেখানে প্রত্যেক মানুষের চিন্তা হতে হবে আমার আয়ের অর্ধেকাংশ বা এক তৃতীয়াংশ বা যে কোন একটি অংশ আমি মানব কল্যাণে ব্যয় করব, আমার সময়ের একটা অংশ আমি মানব কল্যাণে ব্যয় করব। “প্রত্যেকে আমরা পরের তরে” এই বাক্যকে প্রেরণা হিসাবে গ্রহন করে নিজের সময় ও অর্থ সম্পদ দিয়ে মানবকল্যাণে কাজ করতে তাসাউফ ফাউন্ডেশনকে কেন্দ্র হিসাবে গ্রহন করতে পারেন।

চিন্তা নয় কাজ, কল্পনা নয় বাস্তবতা হউক নিত্য সঙ্গী। আপনার যে কোন চিন্তাকে বাস্তবতার আলোকে সাজাতে আপনার কেন্দ্র হউক তাসাউফ ফাউন্ডেশন।। সংকট যত তীব্রই হোক আমাদের বিবেকবান দানশীল মানুষরা জেগে উঠলে নিশ্চয়ই মানবতার জয় হবেই।

Strong together! Let’s help each other! Give your share to show you care!!

Mission & Vision

Our mission: 

তাসাউফ ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো নৈতিক শিক্ষা লাভের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করা, আত্মশুদ্ধি লাভের মাধ্যমে নিজের মধ্যে সত্য উপলব্ধি করে আধ্যাত্মিকতায় নিজের ভিতর ও বাহির আলোকিত করা এবং নিজেকে মানবকল্যানে উৎসর্গ করে একটি শান্তিময়, ক্ষমাশীল দয়াদ্র, ন্যায় পরায়ণ,  প্রেমময় বিশ্ব প্রতিষ্ঠা করা।

 

Our vision:

তাসাউফ ফাউন্ডেশনের ভিশন হচ্ছে, মানুষের গুনাবলীকে সসীম থেকে অসীমে রূপান্তরিত করে নিজেকে মানব কল্যানে উৎসর্গ করা।

Our Slogans

  • গোপনের গোপন ভেদের জগতে স্বাগতম।
  • যখন তাসাউফ প্রতিষ্ঠা হবে বিশ্বময়, তখন বিশ্বজগত হবে অপরাধমুক্ত শান্তিময়।
  •  যেখানে বিজ্ঞানের সমাপ্তি সেখানে আধ্যাত্মিকতার শুরু।
  • যে কেউ কারো জীবন বাচালো, সে যেন সকল মানুষের জীবন রক্ষা করল
  • তোমরই সর্বোত্তম সৃষ্টি, মানবজাতির কল্যানের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে।
  • মানুষ প্রার্থনা করে নিজের জন্য আর মানুষের সেবা করে স্রষ্টার চেহারায় হাসি ফোটানোর জন্য