TASAUF FOUNDATION
TASAUF FOUNDATION
A Nonprofit & Nonpolitical Organization, Under Societies Registration Act 1860.
তাসাউফ হচ্ছে মানুষের অন্তরের অবস্থা যারা সর্বদা সৃষ্টির কল্যাণে নিবেদিত। সৃষ্টির কল্যাণে নিবেদিত অন্তরসমূহের একত্রিত উদ্যোগই সমাজের দুঃস্হ, বিপদগ্রস্ত ও অসহায় মানুষকে সেবা দিতে পারে। তাই তাসাউফ ফাউন্ডেশন সবসময় মানুষের পাশে থেকে জনকল্যাণমুলক কর্মসূচির মাধ্যমে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় সম্পন্ন হতে পারে বড় ও মহৎ কোন কল্যানকর কাজ।
আপন ত্যাগের মাধ্যমে অপরের দুঃখ ভাগ করে মানুষের পাশে থাকার প্রয়াসে তাসাউফ ফাউন্ডেশনের যাত্রা। তাসাউফ ফাউন্ডেশন বিশ্বাস করে প্রতিটি মানুষের সম্পদের উপর বঞ্চিত মানুষের হক রয়েছে এবং সেই অংশ অসহায় বঞ্চিত মানুষের কল্যাণে ব্যয় করা আবশ্যক। তাসাউফ ফাউন্ডেশন দেশের মানুষের শান্তি, কল্যাণ, আত্মশুদ্ধি, জাগতিক ও পরকালীন সার্থকতা অর্জনে আধ্যাত্মিক জ্ঞান-বিজ্ঞান ও শিক্ষাভিত্তিক সুশীল ও বিনয়ী সমাজ গঠনে অনবরত কাজ করে যাচ্ছে যার সুবাতাস বিশ্বব্যাপী অবারিত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
মানবপ্রেমী মানুষরাই ফাউন্ডেশন তৈরি করেছে মানব কল্যানের ব্রত নিয়ে। সেখানে প্রত্যেক মানুষের চিন্তা হতে হবে আমার আয়ের অর্ধেকাংশ বা এক তৃতীয়াংশ বা যে কোন একটি অংশ আমি মানব কল্যাণে ব্যয় করব, আমার সময়ের একটা অংশ আমি মানব কল্যাণে ব্যয় করব। “প্রত্যেকে আমরা পরের তরে” এই বাক্যকে প্রেরণা হিসাবে গ্রহন করে নিজের সময় ও অর্থ সম্পদ দিয়ে মানবকল্যাণে কাজ করতে তাসাউফ ফাউন্ডেশনকে কেন্দ্র হিসাবে গ্রহন করতে পারেন।
চিন্তা নয় কাজ, কল্পনা নয় বাস্তবতা হউক নিত্য সঙ্গী। আপনার যে কোন চিন্তাকে বাস্তবতার আলোকে সাজাতে আপনার কেন্দ্র হউক তাসাউফ ফাউন্ডেশন।। সংকট যত তীব্রই হোক আমাদের বিবেকবান দানশীল মানুষরা জেগে উঠলে নিশ্চয়ই মানবতার জয় হবেই।
Strong together! Let’s help each other! Give your share to show you care!!
তাসাউফ ফাউন্ডেশনের ভিশন হচ্ছে, মানুষের গুনাবলীকে সসীম থেকে অসীমে রূপান্তরিত করে নিজেকে মানব কল্যানে উৎসর্গ করা।
For Meditation purpose: 01689111999, 01775014300, 01778066336 , 01763152353
TASAUF FOUNDATION 2010. All rights are reserved.