Introduction of Tasauf Foundation
ABOUT US:
তাসাউফ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান যা ২০১০ সনের মার্চ মাসে মেডিটেশন, নৈতিক শিক্ষা ও আধ্যাত্মিক শিক্ষা, এবং মানব কল্যাণমুলক কার্যক্রম শুরুর মাধ্যমে আত্মপ্রকাশ করে। তাসাউফ ফাউন্ডেশন সোসাইটি এক্ট ১৮৬০ এর অধীনে রেজিষ্ট্রিকৃত একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকে তাসাউফ ফাউন্ডেশন মানুষকে আত্মশুদ্ধির ও আধ্যাত্মিকতার পদ্ধতি ও প্রক্রিয়ার দিক নির্দেশনা দিয়ে থাকে। পাশাপাশি আধ্যাত্মিক জ্ঞান-পিপাসু ও আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ মানুষের জন্য মিলন কেন্দ্র। তাসাউফ ফাউন্ডেশন দেশের শান্তি, মানুষের কল্যাণ, আত্মশুদ্ধি, জাগতিক ও পরকালীন সার্থকতা অর্জনে আধ্যাত্মিক জ্ঞান-বিজ্ঞান ও শিক্ষাভিত্তিক সুশীল ও বিনয়ী সমাজ গঠনে অনবরত কাজ করে যাচ্ছে যার সুবাতাস বিশ্বব্যাপী অবারিত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আর এ মহৎ লক্ষ্য পূরণের জন্য তাসাউফ ফাউন্ডেশন সহযোগিতার মনোভাবসম্পন্ন প্রকৃত আধ্যাত্মিক মেধা, মনন, সৃজনশীলতা ও জ্ঞান-বিজ্ঞান চর্চার প্রাণকেন্দ্র হওয়ার জন্য প্রয়াসী।
Mission & Vision
Our mission:
তাসাউফ ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো নৈতিক শিক্ষা লাভের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করা, আত্মশুদ্ধি লাভের মাধ্যমে নিজের মধ্যে সত্য উপলব্ধি করে আধ্যাত্মিকতায় নিজের ভিতর ও বাহির আলোকিত করা এবং নিজেকে মানবকল্যানে উৎসর্গ করে একটি শান্তিময়, ক্ষমাশীল দয়াদ্র, ন্যায় পরায়ণ, প্রেমময় বিশ্ব প্রতিষ্ঠা করা।
Our vision:
তাসাউফ ফাউন্ডেশনের ভিশন হচ্ছে, মানুষের গুনাবলীকে সসীম থেকে অসীমে রূপান্তরিত করে নিজেকে মানব কল্যানে উৎসর্গ করা।