Eliminate evil virtues and establish self-purification through moral education, convert negative thoughts into positive forces…..

Basic Meditation (Two days): You will obtain the following things through meditation conducted by Tasauf Foundation: Eliminate evil virtues and establish self-purification through moral education, convert negative thoughts into positive forces, attain success in personal  life, learn external and spiritual processes to obtain purity, learn 14 bows of Prostration in human body, as representative of Creator  convert one’s finite qualities into infinite and becoming universal, process of air control and pas anfas jikir through breathing, process of jikir in every organ of human body, by utilizing knowledge of time convert bad fortune to good fortune, attaining  concentration and politeness in worship, consolidation of mind and  soul through meditation, healing process through meditation in order to achieve good mental and physical health, upgradation of nafs-e ammara to nafs-e mutmayenna, enlightenment of heart or achieve murakaba e nur, self-viewing and discover universe into own body, process of journey in afaq and anfas, basic methods of learning meditation and reflection.

বেসিক মেডিটেশন  (দুই দিন)

তাসাউফ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বেসিক মেডিটেশনের মাধ্যমে আপনি জানতে পারবেনঃ কুপ্রবৃত্তি দমন ও নৈতিক শিক্ষার মাধ্যমে আত্মশুদ্ধি লাভ, নেতিবাচক চিন্তাকে ইতিবাচক করার প্রক্রিয়া,  ব্যক্তিগত জীবনে সাফল্য লাভের প্রক্রিয়া, পবিত্রতা হাসিলের বাহ্যিক ও আধ্যাত্মিক প্রক্রিয়া, মানব দেহের চৌদ্দটি আধ্যাত্মিক ষ্টেশনের পরিচিতি, স্রস্টার প্রতিনিধি হিসাবে নিজের সসীম গুণাবলীকে অসীমে রূপান্তরিত করে সার্বজনীন হওয়া,  শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে পাস-আনফাস জিকির ও বায়ু নিয়ন্ত্রণের কৌশল, প্রত্যেক লতিফায় জিকিরের প্রক্রিয়া, সময় জ্ঞান অর্জন করে দূর্ভাগ্যকে সৌভাগ্য পরিণত করা, একাগ্রতা ও বিনয়তা মাধ্যমে এবাদাত সম্পন্ন করা, দেহ, মেডিটেশনের মাধ্যেমে মন ও আত্মার একত্রিকরন প্রক্রিয়া, মানসিক ও শারীরিক রোগ নিরাময়ে  মেডিটেশন ও হিলিং প্রক্রিয়া, নাফসে আম্মারাহকে নাফসে মুত্বমাইন্নায় উন্নীত করন, অন্তর আলোকিত করা তথা মোরাক্বাবায়ে নূর দর্শন, আত্মদর্শন ও নিজের মাঝে বিশ্বজগতকে আবিস্কার করা, আফাকে ও আনফাসে তাফাক্কুরের বিভিন্ন প্রক্রিয়া, মেডিটেশন এবং রিফ্লেক্সশন সংক্রান্ত বেসিক কৌশল।

১৬,৮৮৯ Responses