TASAUF FOUNDATION
TASAUF FOUNDATION
A Nonprofit & Nonpolitical Organization, Under Societies Registration Act 1860.
Chairman of Tasauf Foundation
মানব প্রেম হচ্ছে স্রষ্টার নিগুঢ় রহস্য।মানব সেবাই হলো স্রষ্টার চেহারায় হাসি ফোটানো।
অনুমান বা ধারণার বশবর্তী হয়ে ধর্ম পালন করে ধার্মিক হওয়া যায়না বরং বাস্তবতা ও আধ্যাত্মিকতা মানুষকে স্রষ্টা পর্যন্ত পৌছানোর পথ দেখায়।
আধ্যাত্মিক ও জাগতিক এবং মানবকল্যান সাধনে মানুষের পাশে থেকে কাজ করার প্রয়াসেই তাসাউফ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে।
এখানে সকল স্তরের মানুষ জাতি, ধর্ম, বর্ণ, গোত্র ভেদে স্রষ্টার গুপ্ত রহস্য জানার আগ্রহে এবং আত্মিক পবিত্রকরণে ও মানব কল্যান সাধনে তাসাউফ ফাউন্ডেশনের হয়ে মানুষের পাশে থেকেছে ।
হাজারো মানুষের আত্মিক ও জাগতিক কল্যানের মহান কেন্দ্র হিসাবে আজ তাসাউফ ফাউন্ডেশন সমাজে পরিচিত।
তাসাউফ ফাউন্ডেশনের দর্শন হলো মানবসেবার মাধ্যমে স্রষ্টার সান্নিধ্য লাভ এবং স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা।
তাসাউফ ফাউন্ডেশনে চলমান রয়েছে ,এঞ্জেলস্ গার্ডেন (শিশু নিবাস), দেশব্যাপী নৈতিক শিক্ষা প্রদান কার্যক্রম, বিনামুল্যে চুক্ষু ও স্বাস্থ্যসেবা, বয়স্ক সেবা সহ “পাশেই আছি” এর মত বিভিন্ন প্রকল্প। লক্ষ লক্ষ মানুষের কাজও কখনও কখনও মানবতার কল্যাণ বয়ে আনতে পার না কিন্তু একই মানসিকতার কিছু মানুষের ঐক্যবদ্ধ দানশীন হাত মানুষকে উপহার দিতে পারবে মানবতার বিজয়
For Meditation purpose: 01689111999, 01775014300, 01778066336 , 01763152353
TASAUF FOUNDATION 2010. All rights are reserved.