TASAUF FOUNDATION
TASAUF FOUNDATION
A Nonprofit & Nonpolitical Organization, Under Societies Registration Act 1860.
এতিম অনাথের বিয়ের ব্যবস্থাঃ তাসাউফ ফাউন্ডেশন অনেক প্রোগ্রামের মধ্যে একটি উল্লেখযোগ্য প্রোগ্রাম হচ্ছে সমাজের এতিম অনাথের বিয়ের ব্যবস্থা করা। ২০১০ সাল থেকে টি এফ এ ধরণের বেশ কিছু বিয়ের উদ্যেগ নেন। অকল্পনীয় দারিদ্র্যের কারণে অসংখ্য পরিবার তাদের ছেলে মেয়ে, ভাই বোন ও আত্মীয়দের বিয়ে দিতে পারে না, যারা অল্প বয়সে তাদের বাবা-মা কে হারিয়েছে। তাসাউফ ফাউন্ডেশন নিজ প্রচেষ্টায় এইসব ছেলে/ মেয়েদের বিয়ে দেয়ার মাধ্যমে তাদের জীবিকা শুরু করার জন্য কিছু মৌলিক সুবিধা প্রদানের মাধ্যমে এই কার্যক্রমগুলি শুরু করা হয়। তাসাউফ ফাউন্ডেশন আমাদের সমাজের আরো অনেক এতিম ছেলেদের এবং মেয়েদের বিবাহের ব্যবস্থা করার দৃঢ় উদ্যোম নিয়ে এগিয়ে যাবে। আমাদের এই প্রোগ্রামের সাথে আপনারাও সম্পৃক্ত হতে পারেন। আপনাদের সহযোগীতা পেলে আমরা এই প্রোগ্রামটি উজ্জীবিত রাখতে পারবো।
For Meditation purpose: 01689111999, 01775014300, 01778066336 , 01763152353
TASAUF FOUNDATION 2010. All rights are reserved.