TASAUF FOUNDATION

A Nonprofit & Nonpolitical Organization, Under Societies Registration Act 1860.

TASAUF FOUNDATION

A Nonprofit & Nonpolitical Organization, Under Societies Registration Act 1860.

Raise your hand for humanity to help the needy in this global pandemic (COVID-19)

Raise your hand for humanity to help the needy in this global pandemic (COVID-19)

 

বৈশ্বিক মহামারী (কোভিড-১৯) মোকাবেলায় মানবতার হাত বাড়িয়ে দিন

আল্লাহ্ তা’আলা বলেছেনঃ

وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ

অর্থঃ আর ব্যয় কর আল্লাহর পথে, তবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না। আর মানুষের প্রতি অনুগ্রহ কর। আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালবাসেন। And spend of your substance in the cause of Allah, and make not your own hands contribute to (your) destruction; but do good; for Allah loveth those who do good.And spend of your substance in the cause of Allah, and make not your own hands contribute to (your) destruction; but do good; for Allah loveth those who do good.

আল্লাহ তা’আলা অন্য আয়াতে জান্নাত লাভের পথ দেখিয়েছেন এ বলে যে,

 وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ০فَكُّ رَقَبَةٍ০أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ০يَتِيمًا ذَا مَقْرَبَةٍ০أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ০ثُمَّ كَانَ مِنْ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ০أُوْلَئِكَ أَصْحَابُ الْمَيْمَنَةِ০

আপনি জানেন কি, সে দুর্গম খাঁটি পথ কি? তা হল, কোন দাস মুক্ত করা, অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান করা, এতিমকে, যে আত্মীয়তার সম্পর্কে সম্পর্কিত, অথবা ধূলি-ধূসরতি মিসকীনকে; অতঃপর সে তাদের অন্তর্ভূক্ত হয় যারা ঈমান আনে, এবং পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের এবং উপদেশ দেয় দয়া-মায়ার। এরাই ডান দিকওয়ালা সৌভাগ্যশালী (সূত্রঃ আল ক্বোরআর ৯০:১২-১৮)। And what will explain to thee the path that is steep? It is freeing the bondman (slave); Or the giving of food in a day of severe hunger. To the orphan with claims of relationship, Or to the indigent (down) in the dust. Then will he be of those who believe, and enjoin patience, (constancy, and self-restraint), and enjoin deeds of kindness and compassion. Such are the Companions of the Right Hand (inhabitant of paradise).

এই ধনসম্পদ রেখে লাভ হবে না, মানুষের পাশে দাড়ান -প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর কবলে আমরা আজ বিপন্ন। এই ভাইরাস হতে প্রতিটি মানুষকে রক্ষার লক্ষ্যে  সারাদেশব্যাপী মানুষ সরকার ঘোষিত সামাজিক দূরত্ব বজায় রাখার শৃঙ্খলে আবদ্ধ যা এই মহামারী মোকাবেলার প্রথম শর্ত। তাই দেশব্যাপী চলছে লকডাউন। সরকারের এই উদ্যোগকে আমরা অতি সম্মানের সাথে পালন করে বৈশ্বিক মহামারী দমনে একতাবদ্ধ। পাশাপাশি বিদ্যমান পরিস্হিতিতে নিম্নবিত্ত দিনমজুর লক্ষ লক্ষ মানুষের মুখে আজ নেই দুবেলা খাবারের জোগান। এই অন্নহীন ক্ষুধার্থ মানুষগুলোর মুখে খাবার তুলে দিতে লক ডাউন পরিস্হিতিতে সুরক্ষিতভাবে তাসাউফ ফাউন্ডেশনের মেম্বারগণের সম্মিলিত প্রচেষ্টায় এই দুস্হ মানুষগুলোর অন্ন সংস্হানের ব্যবস্থা করতে পারি।

দেশব্যাপী বিস্তৃত তাসাউফ ফাউন্ডেশনের অসংখ্য সদস্য এবং তাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং তাসাউফ ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী সকলে মিলে ইতোমধ্যে একটি ফান্ড তৈরীর কার্যক্রম হাতে নিয়েছে এবং দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এই দুর্যোগে তাসাউফ ফাউন্ডেশনের সকল মেম্বার ও আপনাদেরও আহ্বান করছি, আমার ও আপনার একটু প্রচেষ্টা হয়তো লক্ষ টাকার সাথে মিশে আপনিও হবেন বিশাল একটি পূণ্য কাজের অংশীদার।

মনে রাখবেন যে, লক ডাউন অবস্হায় আপনার প্রতিদিনের যাতায়াত খরচটি কিন্তু বেচে যাচ্ছে, তাই আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় ব্যয় না কমিয়েও শুধু এই বেচে যাওয়া অর্থটি আপনি খুব সহজেই ব্যয় করতে পারেন অসহায় মানুষের কল্যানে।।আপনার সাহায্যটি তাসাউফ ফাউন্ডেশন এর মাধ্যমে পৌছে দিতে পারেন অসহায় দুঃস্থ মানুষের কাছে-

মানবতার সেবায়, তাসাউফ ফাউন্ডেশন।

Latest News