TASAUF FOUNDATION

A Nonprofit & Nonpolitical Organization, Under Societies Registration Act 1860.

TASAUF FOUNDATION

A Nonprofit & Nonpolitical Organization, Under Societies Registration Act 1860.

Spiritual Physiology Higher Course (one Year)

ওয়াহ্-দানিয়াত বা একত্বের পরিচিতি তথা  আলমে হাহুত,  আলমে লাহুত, আলমে জাবারুত, আলমে মালাকুত, আলমে নাসূত পরিচিতি ও ভ্রমন প্রক্রিয়া শিক্ষা দেওয়া হয়….

Curriculum of Spiritual Physiology Higher Course
দেহতত্ত্বের উচ্চতর আধ্যাত্মিক কোর্সের পাঠ্যক্রমঃ

Spiritual Physiology Higher Course বা দেহতত্ত্বের উচ্চতর আধ্যাত্মিক কোর্সঃ একজন মানুষ নিজেকে স্রষ্টার বান্দা বা সৃষ্টির শ্রেষ্ঠত্ব আশরাফুল মাকলুকাত দাবী করতে যা অত্যাবর্শক তা হচ্ছে স্রষ্টা পরিচিতি জ্ঞান অর্জন। স্রষ্টা পরিচিতি জ্ঞান ব্যতীত সকল এবাদত শির্কে পরিপূর্ণ। তাই হযরত মোহাম্মদ (সঃ) বলেন, “আল্লাহর হাক্বীক্বাত সম্পর্কে যার জ্ঞান নেই সে ঈমানদার নয়। আলহাদী আল ক্বোরানুল হাকীম থেকে প্রায় তিন শতাধিক আয়াতকে একত্রিত করে আল্লাহ পরিচিতির পরম তত্ত্ব ও সিফাত তত্ত্ব কে  ঈমানদার মানুষের জন্যে  স্পষ্ট ও বোধগম্য হয় এরূপভাবে শিক্ষা প্রদান করেন। ইতিপূর্বে কোন সূফি বুযুর্গ বিষয়টি  স্পষ্ট করে নাই। পরম ও সিফাত সংক্রান্ত জ্ঞান না থাকলে তার কোন এবাদাতই স্রষ্টার নিকট গ্রহনযোগ্য হতে পারে না। বিষয়টি সম্পূর্ণ গবেষনামুলক, দালিলিকভাবে প্রমাণিত, কোন কাল্পনিক বা ধারণালব্ধ নয়। Spiritual Physiology Higher Course বা দেহতত্ত্বের উচ্চতর আধ্যাত্মিক কোর্স এর মাধ্যমে প্রথমেই জানতে পারবেন পরম তত্ত্ব আহাদ আল্লাহ (গঞ্জে মাখাফি নির্গূণ সত্ত্বা), সিফাত তত্ত্ব ওয়াহিদ আল্লাহ (তিনিত্ব বা আহাদের প্রতিচ্ছবি), আলমে আরওয়াহ্ বা মহা-আত্মাজগত, আলমে আমছাল বা ছবির জগত বা নকসা বা প্লান  বা লৌহ মাহফুয, আলমে আজছাম বা শরীরি জগত বা জড় জীব বিশ্বজগত। এই কোর্সে উক্ত পাঁচটি বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করে আল্লাহর নামতত্ত্ব ও গুণতত্ত্ব উম্মোচন করে কিভাবে আল্লাহর গুণে গুণান্বিত হওয়া যায় সে প্রক্রিয়া শিক্ষা দেয়া হয়। এই কোর্সে লগস তত্ত্ব, প্রজ্ঞাতত্ত্ব, আহাদ থেকে সৃষ্ট আহমদ, আসমানে আহমদ জিসমানে মোহাম্মদ, হাকীকতে নূরে মোহাম্মদী তথা সকল সৃষ্টিতে বীজরূপে নূরে মোহাম্মদীর নূর বা জ্ঞান, নূরে মোহাম্মদীর পর্যায়ক্রম, ওয়াহ্-দানিয়াত বা একত্বের পরিচিতি তথা  আলমে হাহুত,  আলমে লাহুত, আলমে জাবারুত, আলমে মালাকুত, আলমে নাসূত পরিচিতি ও ভ্রমন প্রক্রিয়া শিক্ষা দেওয়া হয়।।

আল্লাহর নিদর্শণ রয়েছে বিশ্বজগতে এবং নিজের দেহে। আলহাদী Spiritual Physiology Higher Course বা দেহতত্ত্বের উচ্চতর আধ্যাত্মিক কোর্সে  আল ক্বোরআনুল হাকীম থেকে নব্বইটি আয়াত বা নিদর্শন যেমন কাবা, ক্বেবলা, আরশ, কালেমা তৈয়্যবা, সালাত, সূর্য ও চন্দ্র, জিব্রাঈল, শয়তান, সমুদ্র এ ধরণের আরো বিষয়াদি ক্বোরআনের আলোকে এবং আভিধানিকভাবে বিশ্বজগতের স্রষ্টার নিদর্শন সমূহকে  নিজের দেহে পরিচিত করে প্রতিটি বস্তুর হাকীকত শিক্ষা দেওয়া  হয়ে থাকে যার ফলে লব্ধ নৈকট্যবর্তী জ্ঞান বা এলমে লাদুন্না অর্জন করা সম্ভব হয়।

আত্মদর্শন তথা আল ক্বোরআনের আলোকে আদম ও তার বংশধর সৃষ্টি,  ভ্রূণ গঠন,  মানব সৃষ্টির ৯ টি পর্যায়ক্রম নযুল বা অবতরণের নয়টি স্তর, নুৎফা থেকে আদমের বংশধর সৃষ্টি, জোড়া সৃষ্টির রহস্য, মানবজাতির মর্যাদা, বায়আত বা অঙ্গীকার, বেলায়ত ও বেলায়তের প্রকারভেদ, আল্লাহর নৈকট্যের মাধ্যমে আল্লাহ হতে প্রাপ্ত ক্ষমতায় ক্ষমতা প্রাপ্ত হয়ে মানব সেবায় নিজেকে উৎসর্গ করার বাস্তবমুখী শিক্ষা প্রদান করা হয়। আলমে আমর বা সূক্ষ্ম জগত তথা ক্বালব, রূহ, সির, খফী, আখফা সংক্রান্ত আয়াত সমুহ একত্রিত করে উক্ত বিষয় সমুহের হাকীকাত ও ব্যবহারিক জ্ঞান দেয়া হয়। আল্লাহ তা’আলা পবিত্র ক্বোরআনের ৩০ ধরণের ভাল ক্বালব এবং ১৫ ধরণের মন্দ ক্বালবের নাম ঘোষনা করার পরও অনেকে ক্বালব সাত প্রকার লিখে বই লিখে মানুষকে বিভ্রান্ত করেছেন, এ ধরনের বহু বিষয়ে আল ক্বোরআন ভিত্তিক   সঠিক তথ্য প্রদান করা এই কোর্সের একটি উদ্দেশ্য। ক্বালব জারীর প্রক্রিয়া, নাফস্ বিষয়ে গবেষনালব্ধ জ্ঞান বিতরণ করেন আলহাদী। 

(আলমে খালক বা মর্ত্যজাত রূহ  হচ্ছে ঐ সূক্ষ্ম বাষ্প যা মানব দেহের পাঁচটি উপদানে গঠিত। স্তর পাচটিঃ  ইথার, বায়ু, অগ্নি, জল, মাটি। এই মর্ত্যজাত রূহকে নাফস বলা হয়। আলমে খালকের আব আতশ খাক বাদ ইথার নিয়ে আল ক্বোরআনুল হাকীম থেকে সকল তথ্য উপস্থাপন করা হয় যার মাধ্যমে প্রতিটি মানুষ নিজের মধ্যে এসব খুজে পাবে এবং সাধনার মাধ্যমে নিজের আত্মিক উন্নতি লাভ করতে পারবে। দশ লতিফার শিক্ষা সমাপ্তির পর সালেক দায়রায়ে পদার্পন করে। তাই আঠারটি দায়রা পরিচিতি ও ভ্রমন প্রক্রিয়া শিখানো হয়।? দেহ জগত ভ্রমনের শ্যায়খ সৈয়দ আবদুল কাদের জিলানীর ছবক নব্বই তালিম শিক্ষা দেয়া হয়। কুন ফায়াকুন এর ৬০ তালিম, পঞ্চ মকামের ফেল, পঞ্চ আমরের ফেল, পঞ্চ অজুদের ফেল, পঞ্চ রুহের ফেল, নাফসের ফেল, পঞ্চতনে পাঞ্জাতন পরিচিতি, চল্লিশ গঞ্জদেহ, প্রতি ঘন্টায় আব, আতশ, খাক, বাদ ইথার এর সময় নিরূপন, তিন এর তালিম, মানব দেহে তিনটি চক্ষু, চার এর তালিম, পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ কেবলা, পঞ্চ রূহ, ছয় রিপু, সাত আরশ, সাত আসমান, সাত জমিন, সাত সমুদ্র, সাত সিফাত, আট কুঠুরী, নয় দরজা, নয় বাতুন, দশ হাউস, দশ লতিফা, এগার নক্ষত্র, বার বুরুজ, তের নদী, চৌদ্দ কামান, চৌদ্দ সেজদা, পনর মকান, ষোল প্রহরী, এভাবে ক্রমান্বয়ে ৪০ সংখ্যা পর্যন্ত মানবদেহের পরিচিতি দেয়া হয়। আলহাদী পানির আয়াত সমুহকে একত্রিত করে পানির নিগুড় রহস্য নিয়ে পর্যালোচনা করেন। যেমন আফাকে বা বিশ্বজগতে রয়েছে বারটি প্রস্রবন আর মানবদেহে রয়েছে ১৪টি প্রস্রবন। এই বারটি প্রস্রবনের জন্য রয়েছে বারটি ঘাট যা বারটি কওমের জন্য।

পবিত্র ক্বোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ৫৬:৫৮-৭৪ : তোমরা কি ভেবে দেখেছ তোমাদের বীর্যপাত সম্বন্ধে? এই ভেবে দেখাই হচ্ছে অটলত্ব লাভের চেষ্ঠা করা, কুওয়্যাত শক্তিতে সিদ্ধিলাভ। কালেমায়ে তৈয়বা, সালাত, সওম, হজ্ব, যাকাত, মসজিদ, কাবা, মিরাজ ও সেজদার হাকীকাত আলোচনা করা হয়। মন, মনের প্রকার ভেদ, চেতন ও অবচেতন মনের বিবরণ, প্লান তৈরী করার কৌশল, মনের টেলিপ্যাথি পাওয়ার, হিলিং পাওয়ার,  টেলকিনেস পাওয়ার, থার্ড আই পাওয়ার ইত্যাদি জ্ঞান লাভ করা যায়। নারী তত্ত্ব, পুরুষ তত্ত্ব, সংখ্যা তত্ত্ব, সাধন তত্ত্ব, বায়ু তত্ত্ব, নূর তত্ত্ব ইত্যাদি আলোচনা করা হয়। সময় জ্ঞান, শুভ অশুভ সময়, জকি ছাআত বা বুদ্ধিমান সময়, সেতারার চলাচল, জোয়ার ভাটার কারণ, আমবস্যা ও পূর্ণিমা অবস্থান, একই দিনে ছয়কাল এই সকল বিষয় পরিপূর্ণ তত্ত্ব জানানো হয়। তাছাড়া বায়ু তত্ত্ব,  শুভ বায়ু অশুভ বায়ু, ঊরূজ বিল বোরাকি বায়ু সাধনায় বোরাকের মাধ্যমে নাফস অনিল হাওয়াকে আখফায় উত্তোলন করে কামালিয়াত অর্জনের প্রক্রিয়া শিক্ষা দেয়া হয়।

Spiritual Physiology Higher Course বা দেহতত্ত্বের উচ্চতর আধ্যাত্মিক কোর্সে রয়েছে উচ্চতর মেডিটেশন। আপনি এই মেডিটেশনের শক্তিকে কাজে লাগিয়ে দেহের স্বাস্থ্য উদ্ধার, মেধার বিকাশ, সংকট নিরসন, নিজের পরিকল্পনা বাস্তবায়ন, চেতনার প্রোগ্রাম পরিবর্তন করে অবচেতন মনে পজেটিভ প্রোগ্রাম তৈরী করতে পারবেন। এ সকল জ্ঞান অর্জন ও এদের ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে আপনি সফলতার দিকে দ্রুত এগিয়ে যাবেন যা এ মুহুর্তে আপনি ভাবতেও পারবেন না। এ কোর্সে বিভিন্ন ব্রিদিং প্রক্রিয়া শিক্ষা দেওয়া হয় যার  মাধ্যমে শারীরিক সুস্থতা সহ আধ্যাত্মিক উন্নয়ন সাধিত হয়। জিকিরে পাস-আনফাস, ক্বালবে দম, সির দম, নাফছে দম, রূহে দম, খফি দম, আখফা দম বা হিফজে দম শিক্ষা দেওয়া হয়।

মেডিটেশন এর বিভিন্ন স্তরসমুহ যেমন  নিজের ভিতরের জগত পর্যবেক্ষন করা,  গভীর চিন্তা করা বা তাফাক্কুর, একাগ্রতা অর্জন, নিজের চেহারার প্রতিবিম্ব দর্শন,  বিশ্বজগতের ভ্রমন, সায়রে আনফাসি বা নিজেকে আলোকিতকরণ স্তর সমূহ শিক্ষা প্রদান  করা  হয়। আপনি যে বিষয়ে বা যে ক্ষেত্রে নিজেকে উন্নত করতে চান সে বিষয়ে সাধনার মাধ্যমে আধ্যাত্মিক উন্নয়ন সম্ভব হবে এই কোর্সে অংশগ্রহণের মাধ্যমে। আপনার মনের পরিকল্পনার  বাস্তবায়ন ইমেজ আকারে দেখার প্রক্রিয়া মেডিটেশনের একটি উচ্চতর স্তর যা আলহাদী শিক্ষা দিয়ে থাকেন।

error: Content is protected !!