TASAUF FOUNDATION

A Nonprofit & Nonpolitical Organization, Under Societies Registration Act 1860.

TASAUF FOUNDATION

A Nonprofit & Nonpolitical Organization, Under Societies Registration Act 1860.

Tasauf Foundation has Started Zakat Collection program 2020

Tasauf Foundation has Started Zakat Collection program 2020

 

যাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ।

পবিত্র আল্‌ ক্বোরআনুল হাকীমে ৩০ টি আয়াতে ৩০ বার যাকাত এর বর্ণনা রয়েছে। আমরা এখানে চারটি আয়াত উপস্থাপন করলাম। আল্লাহ তাআলা বলেন: তোমরা সালাত কায়েম এবং যাকাত দাও। তোমরা নিজেদের জন্য উত্তম কাজের যা কিছু পূর্বে প্রেরণ করবেতা আল্লাহর কাছে পাবে। তোমরা যা কর নিশ্চয় আল্লাহ্ তার সম্যক দ্রষ্টা (সূত্রঃ আল্-ক্বোরআন ০২:১১০)। কোন পূণ্য নেই পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতেকিন্তু পূণ্য আছে কেউ ঈমান আনলে আল্লাহর উপরআখেরাতের উপরফেরেশতাগণের উপরসকল কিতাবের উপরআর সকল নবী-রাসূলের উপর এবং অর্থ দান করলেআল্লাহরপ্রেমে আত্মীয়-স্বজনএতিমমিসকীনমুসাফিরসাহায্যপ্রার্থী এবং দাস মুক্তির জন্যসালাত কায়েম করলে,যাকাত দিলেকৃত প্রতিশ্রুতি পূর্ণ করলে আর অভাবেরোগে-শোকে ও যুদ্ধ-বিভ্রাটে ধৈর্যধারণ করলে। এরাই হল প্রকৃত সত্যপরায়ণআর এরাই মোত্তাকী (সূত্রঃ আল্-ক্বোরআন ০২:১৭৭)। নিশ্চয় যারা ঈমান এনেছেনেক কাজ করেছেসালাত ‍কায়েম করেছে এবং যাকাত দিয়েছেতাদের জন্য রয়েছে তাদের পুরস্কার তাদের পালনকর্তার কাছে। তাদের নেই কোন ভয় এবং তারা দুঃখিতও হবে না (সূত্রঃ আল্-ক্বোরআন ০২:২৭৭)। সদকা (যাকাত) তো শুধু তাদের হক যারা গরীবমিসকীনযারা সদকা (যাকাত) আদায়ের কাজে নিযুক্ত,যাদের চিত্ত আকর্ষন প্রয়োজন ( ধর্মের প্রতি আকৃষ্ট করার জন্য কোন অমুসলিমকে যাকাত প্রদান করা)এবং দাস মুক্তির জন্যঋণগ্রস্থদের জন্যআল্লাহর পথে অভিযাত্রী (দ্বীনী ইলম অর্জন ও দ্বীনী সাধনার যাবতীয় পথ) এবং মুসাফিরদের (সফরে গিয়ে যার পাথেয় শেষ হয়ে গেছে সে ব্যক্তিকে যাকাতের অর্থ প্রদান করে বাড়ী পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করতে যাকাতের অর্থ দান করা যাবে। এক্ষেত্রে উক্ত মুসাফির সম্পদশালী হলেও তাকে যাকাত প্রদান করা যাবে) জন্য- এটা আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ্ সর্বজ্ঞহেকমতওয়ালা (সূত্রঃ আল্-ক্বোরআন ০৯:৬০)।
তাসাউফ ফাউন্ডেশন প্রতি বছর তাসাউফ পন্থীদের যাকাতের টাকা সমুহ একত্রিত করে তাসাউফ পন্থী অসহায় ঋনগ্রস্থদের মধ্যে বিলি করেন। এবারও তাসাউফ ফাউন্ডেশন এই মহতি উদ্যেগ গ্রহন করেছে। তাসাউফ ফাউন্ডেশনের মেম্ভারগণ এবং তাসাউফ পন্থীগণযারা যাকাত দিবেন তাদের যাকাতের একাংশ ফাউন্ডেশনের তহবিলে একত্রিত করে তাসাউফ পন্থী অসহায় ঋনগ্রস্থদের সাহা্য্য করার জন্য এগিয়ে আসুন। আপনি কি তাসাউফপন্থিদের যাকাত দিতে আগ্রহীতাহলে তাসাউফ ফাউন্ডেশনে যোগায়োগ করুন।
তাসাউফ পন্থীগণ যারা তাসাউফ ফাউন্ডেশনের মাধ্যমে যাকাত দিবেন তারা আমাদের ব্যাংকে অথবা বিকাশে জমা দিবেন।
আমাদের ব্যংক একাউন্ট: হিসাব নং- ১১০. ১১০. ১৬১০১ একাউন্ট নাম: তাসাউফ ফাউন্ডেশনডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডধানমন্ডি শাখাঢাকা।  আমাদের বিকাশ নম্বর ০১৮৩৯৩৮৪২৫৩০১৮১৬৩৩৭৩৫৯ রকেট ০১৮১৬৩৩৭৩৫৯১
error: Content is protected !!