TASAUF FOUNDATION

A Nonprofit & Nonpolitical Organization, Under Societies Registration Act 1860.

TASAUF FOUNDATION

A Nonprofit & Nonpolitical Organization, Under Societies Registration Act 1860.

Tasauf Foundation has taken a project entitled “Togetherness for Humanity” 

Togetherness for Humanity

(মানবতার জন্য একাত্মতা)

তাসাউফ ফাউন্ডেশন এর একমাত্র ব্রত মানুষের দুঃখ দূরীভূত করে স্রষ্টার চেহারায় হাসি ফুটানো। এ লক্ষ্যে ফাউন্ডেশন দীর্ঘ ১০ বছর যাবৎ মানবকল্যানে কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগে আপনি একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে সবসময় আমাদেরকে আর্থিক সহযোগিতা প্রদান করে আমাদের মনোবল বৃদ্ধি করেছেন তাই আমরা আপনার নিকট কৃতজ্ঞ।

তাসাউফ ফাউন্ডেশন বর্তমানে “মানবতার জন্য একাত্মতা” শীর্ষক একটি পরিকল্পনা গ্রহন করেছে যার মূল লক্ষ্য হচ্ছে, মানবকল্যানে কাজ করার মনোভাবসম্পন্ন,  নৈতিকতা সম্পন্ন,  আধ্যাত্মিক মেধা, মনন, সৃজনশীল মানুষদের একত্রিত করে এক দয়াদ্র  মানব সমাজ ও বিশ্ব গঠন করা। এ লক্ষ্যে  একহাজার সদস্যদের মাসিক মাত্র এক হাজার টাকা অনুদানের মাধ্যমে প্রতি মাসে দশ লাখ টাকা একত্রিত করে সেই টাকা মানব কল্যান ব্যায় করা। প্রতিমাসে আপনার  বা আমার ব্যক্তিগতভাবে এক হাজার টাকা দান করে তেমন বড় কোন মানব সেবা করা সম্ভম হবে না। কিন্তু তাসাউফ ফাউন্ডেশনের এই প্রকল্পের মাধ্যমে আপনি হতে পারবেন  বৃহৎ মানব কল্যাণমুলক কাজের অংশীদার। এ প্রকল্পের অর্থ দিয়ে আপনার কোন অনাহুত বিপদে আমাদের ফাউন্ডেশন  আপনার সাহায্যার্থেও এগিয়ে আসতে পারবে। নিঃস্বার্থভাবে আপনার এক হাজার টাকা দান অন্যের বা আপনার কল্যানে হতে পারে দৃঢ় প্রাচীর। তাই আসুন আর দেরী না করে মানব সেবায় অংশগ্রহণে তাসাউফ ফাউন্ডেশনের মাসিক এক হাজার টাকার নিয়মিত সদস্য হই আর মানবকল্যানের মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জন করি। ফাউন্ডেশনের মাসিক এক হাজার টাকা সদস্য পদ গ্রহণের জন্য নিম্মের লিংকটি ভিজিট করুন

http://tasauffoundation.comregistration/memberregistrationform

এবং আপনার অনুদান প্রদানের জন্য নিন্মের লিংকটি ভিজিট করুন

http://tasauffoundation.comdonate/

error: Content is protected !!