TASAUF FOUNDATION

A Nonprofit & Nonpolitical Organization, Under Societies Registration Act 1860.

TASAUF FOUNDATION

A Nonprofit & Nonpolitical Organization, Under Societies Registration Act 1860.

দেশের প্রতি গভীর মমত্ববোধ নিয়ে মানুষের কল্যাণে কাজ করার মধ্যে সত্যিকারের আত্মতৃপ্তি রয়েছে। ধনী, গরীব, দুঃখী, অসহায় মানুষ সবাই খালি হাতে দুনিয়াতে এসেছেন এবং খালি হাতেই ফিরে যাবেন। তাই কোনো ভেদাভেদ না রেখে, গড়ে তুলি ধনী দরিদ্রের মধ্যে মানবতার সেতুবন্ধন। আমরা একে অপরকে ভালোবাসব, সুখে-দুঃখে একসঙ্গে থাকব এই হোক আমাদের ব্রত।

২০১০ সালে তাসাউফ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত আমাদের ফাউন্ডেশনের বীর সৈনিকরা সব সময়ে মরনকে হাতে নিয়ে মানব সেবায় নিজেকে উৎসর্গ করার মন নিয়ে স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন। হে আল্লাহ! আপনি তাদেরকে নিজ রহমতের ছায়ায় হেফাজত করুন।  আমিন।।

যারা এ পর্যন্ত তাসাউফ ফাউন্ডেশনের জন্য শ্রম ও অনুদান দিয়েছেন, সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং আন্তরিক অভিবাদন। আমরা এগিয়ে যাব একজন আলে রাসূলের নেতৃত্বে তাসাউফ ফাউন্ডেশনের ছাতার নীচে, আলে রাসূলের লালিত স্বপ্ন তাসাউফ ফাউন্ডেশনের মাধ্যমে মানবতার কল্যানে। তাই আমাদের শ্লোগানঃ 

যখন তাসাউফ প্রতিষ্ঠা হবে বিশ্বময়,

তখন বিশ্বজগত হবে অপরাধ মুক্ত শান্তিময়।।

বিনয়ান্তে

সৈয়দা মাশুকা কামাল লিমু

ভাইস চেয়ারপার্সন

তাসাউফ ফাউন্ডেশন

Vice Chairperson Message

Syeda Mashuka Kamal Limu.

Vice Chairperson, Tasauf Foundation