TASAUF FOUNDATION

A Nonprofit & Nonpolitical Organization, Under Societies Registration Act 1860.

TASAUF FOUNDATION

A Nonprofit & Nonpolitical Organization, Under Societies Registration Act 1860.

Free Meditation “ফ্রী মেডিটেশন” (one day) has been conducted by Sufi’s

1553319079

ফ্রি মেডিটেশন (একদিন)

তাসাউফ ফাউন্ডেশন ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সাধারণ মানুষের আধ্যাত্মিকতা জাগ্রত করতে, নৈতিক শিক্ষায় অভ্যস্ত করতে এবং মন ও দেহকে নিয়ন্ত্রনের কৌশল শিখাতে মেডিটেশন শিক্ষা দেয়ার জন্য একদিনের ফ্রি মেডিটেশন ব্যবস্থা চালু করেছে। ২০১০ থেকে ২০২০ পর্যন্ত ৪০ টির অধিক একদিনের ফ্রি মেডিটেশন কোর্স পরিচালিত হয়েছে যেখানে প্রতি ব্যাচে দুইশত থেকে পাঁচ শতাধিক অংশগ্রহনকারী যুক্ত হতো। প্রায় পনর হাজারের অধিক অংশগ্রহনকারী আমাদের কোর্সে অংশ গ্রহন করেছে। ঢাকাস্থ সূচনা কমিউনিটি সেন্টার, এল জি ই ডি মিলনায়তন সহ আরো কিছু ভেন্যুতে একদিনের ফ্রি মেডিটেশন কোর্সের আয়োজন করা হয়েছে। দেশের সাধারণ মানুষ থেকে বহু গন্যমান্য বক্তিগন উপস্থিত থেকে আমাদের মেডিটেশন করেছেন যা আমাদের ছবি ও ভিডিও দেখলে অনুমান করতে পারবেন।  

তাসাউফ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত একদিনের ফ্রি মেডিটেশনের মাধ্যমে আপনি জানতে পারবেনঃ কুপ্রবৃত্তি দমন ও নৈতিক শিক্ষার মাধ্যমে আত্মশুদ্ধি লাভের কৌশল, কুপ্রবৃত্তি দমন করে মনকে একাগ্রচিত্ত করা, মনের অস্থিরতা দূরীকরণ করে আত্মাকে প্রশান্ত করা,  নেতিবাচক চিন্তাকে ইতিবাচক করার প্রক্রিয়া, আত্মবিশ্বাসী হওয়ার কৌশল, মানসিক ও শারীরিক রোগ নিরাময়ে  মেডিটেশন ও হিলিং প্রক্রিয়া, জীবনে ব্যর্থতার কারণ ও উত্তরণের উপায়, ব্যক্তিগত জীবনে সাফল্য লাভের প্রক্রিয়া, পবিত্রতা হাসিলের বাহ্যিক ও আধ্যাত্মিক প্রক্রিয়া, মানব দেহের চৌদ্দটি আধ্যাত্মিক ষ্টেশনের পরিচিতি, স্রস্টার প্রতিনিধি হিসাবে নিজের সসীম গুণাবলীকে অসীমে রূপান্তরিত করে সার্বজনীন হওয়ার প্রক্রিয়া,  শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে পাস-আনফাস জিকির বা বায়ু নিয়ন্ত্রণের প্রাথমিক ব্রিদ্রিং প্রসেস ও কৌশল, প্রত্যেক লতিফায় জিকিরের প্রক্রিয়া, সময় জ্ঞানকে কাজে লাগিয়ে শুভ সময়ে শুভ কাজ সম্পন্ন করে দূর্ভাগ্যকে সৌভাগ্য পরিণত করা, এবাদাতে একাগ্রতা ও বিনয়তা অর্জনের কৌশল, মেডিটেশনের মাধ্যেমে মন ও আত্মার একত্রিকরন প্রক্রিয়া, নাফসে আম্মারাহকে নাফসে মুত্বমাইন্নায় উন্নীত করন, অন্তর আলোকিত করা তথা মোরাক্বাবায়ে নূর দর্শন, আত্মদর্শন ও নিজের মাঝে বিশ্বজগতকে আবিস্কার করা, আফাকে ও আনফাসে আল্লাহর আয়াত তথা নিদর্শন সমুহ নিয়ে গভীর চিন্তা বা তাফাক্কুরের বিভিন্ন কৌশল, মেডিটেশন এবং রিফ্লেক্সশন সংক্রান্ত প্রাথমিক কৌশল।

সকাল ৯টা থেকে  বিকাল ৫ টা পর্যন্ত একদিনের ফ্রি মেডিটেশন কোর্সে যোহরের সালাতের বিরতির পর তাসাউফ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যেকের জন্য ভোজের আয়োজন করা হয়। এই ধরণের একদিনের কোর্স আয়োজনে ফাউন্ডেশন প্রায় দেড় লক্ষ টাকা খরচ করে আয়োজন করে থাকে। তাসাউফ ফাউন্ডেশন দেশের শান্তি, মানুষের কল্যাণ, আত্মশুদ্ধি, জাগতিক ও পরকালীন সার্থকতা অর্জনে আধ্যাত্মিক জ্ঞান-বিজ্ঞান ও শিক্ষাভিত্তিক সুশীল ও বিনয়ী সমাজ গঠনে অনবরত কাজ করে যাচ্ছে যার সুবাতাস বিশ্বব্যাপী অবারিত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আর এ মহৎ কাজটি করতে আমাদের প্রয়োজন আনসারুল্লাহ্ অর্থাৎ আল্লাহর পথে সাহায্যকারী। তাই যুগের সকল মানবতাবাদী মানুষদের সার্বিক যোগাযোগ, সাহায্য ও উৎসাহ কামনা করছি। আপনাদের সার্বিক সহযোগীতা পেলে আমরা ও আপনারা মিলে সফলতার স্বাক্ষর রাখতে পারবো।

Latest Program