TASAUF FOUNDATION

A Nonprofit & Nonpolitical Organization, Under Societies Registration Act 1860.

TASAUF FOUNDATION

A Nonprofit & Nonpolitical Organization, Under Societies Registration Act 1860.

Warm Cloth distribution

তাসাউফ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় শীতবস্ত্র বিতরণ করেন

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান: তাসাউফ ফাউন্ডেশন প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন এলাকায়  শীতবস্ত্র বিতরণ করে থাকে। ২০১৩ সালে ১০ই জানুয়ারী তারিখে তাসাউফ ফাউন্ডেশন সম্মানীয় সদস্যরা ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় শীতে আক্রান্ত দুস্থ ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। উক্ত অঞ্চলে দুঃস্থদের মাঝে ছয় শত কম্বল বিতরণ করা হয়। স্থানীয় স্বেচ্ছাসেবকরা স্বতঃস্ফূর্তভাবে, সর্বাত্মক সাহায্য-সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করে। ধন্যবাদ জ্ঞাপন ভাষণে তাসাউফ ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান সমাজের ধনী মানুষদের প্রতি অনুরোধ করেন সুবিধা বঞ্চিত গরীবদের সাহায্যের জন্য তাদের সাহায্যের হাত প্রসারিত করতে।