ময়মনসিংহ জিলার হালুয়াঘাট থানার মরহুম ওয়াহেদ আলী সরকোরের ছেলে মাওলানা সেকান্দর আলী ১৯৭৬সনের ৩১ শে ডিসেম্বর জন্মগ্রহন করে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ক্বাদেরীয়া তৈয়্যবীয়াআলীয়া মাদ্রাসা হতে ২০০১ সনে কামিল (এম এ) পাশ করে। সে তার নিজ গ্রামের একটি মসজিদের খতীব এবংএকসন্তানেরপিতা। সে মারাত্মক ক্যানসারে আক্রান্ত হয়েছিল। তাসাউফ ফাউন্ডেশন মাওলানা সেকান্দর আলীর ক্যানসারের চিকিৎসার সার্বিক দায়িত্ব গ্রহন করছে।