TASAUF FOUNDATION
TASAUF FOUNDATION
A Nonprofit & Nonpolitical Organization, Under Societies Registration Act 1860.
তাসাউফ ফাউন্ডেশন সারাদিন ব্যাপী হালুয়াঘাট থানার মনিকুড়া গ্রামস্থ মেহের আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ‘‘বিনামূল্যে চক্ষু শিবির’’এর আয়োজন করে।
স্বাস্থ্য ও পুষ্টি প্রোগ্রাম: তাসাউফ ফাউন্ডেশন সমাজের দুর্দশাগ্রস্ত মানুষের জন্য নিয়মিত স্বাস্থ্য ও পুষ্টি প্রোগ্রাম পরিচালনা করে। এই কর্মসূচির অধীনে দরিদ্র নারী, শিশু ও পুরুষের জন্য চোখের যত্ন, অন্ধত্ব নির্মূলকরণ কার্যক্রম, চিকিৎসা সহায়তা ও খাদ্য বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সমাজের দরিদ্র নারীরা বিশেষাধিকার লাভ করে।
আই হেলথ: কম আয়ের বৃদ্ধ মহিলা ও পুরুষদের বিনামূল্যে চুক্ষ পরীক্ষা এবং চশমা প্রদান করে। প্রতি বছর টি এফ দরিদ্র মানুষের চোখের ছত্রাক বিনামূল্যে অস্ত্রোপচারের মাধ্যমে দূর করে।
অন্ধত্ব নির্মূল প্রোগ্রাম: তাসাউফ ফাউন্ডেশন গত ৭ নভেম্বর, ২০১৪ ইং শুক্রবার ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার মনিকুড়া গ্রামস্থ মেহের আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এক ‘‘বিনামূল্যে চক্ষু শিবির’’এর আয়োজন করে। উক্ত কর্মসূচিতে সহযোগী সংগঠন হিসাবে ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা দীপিকা এবং লায়ন্স ক্লাব অব ঢাকা রোজ ভ্যালী। সকাল ৯:০০ ঘটিকায় তাসাউফ ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান আলহাদী সৈয়দ শাহাদাত হুসাইন ‘‘বিনামূল্যে চক্ষু শিবির’’ এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালকগণ ও সদস্যগন উপস্থিত ছিলেন। এ কর্মসূচিতে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-এ২ এর মাননীয় গভর্নর লায়ন রইস আহমেদ ও ফাস্ট লেডি সহ উভয় লায়ন্স ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় দেড় হাজার বিভিন্ন বয়সী নারী ও পুরুষের চোখের প্রাথমিক পরীক্ষার পর ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী প্রত্যেককে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরন করা হয়। উক্ত কর্মসূচীতে উল্লেখসংখ্যক উপজাতি এ সুবিধার আওতায় ছিলেন। কর্মসূচীতে ১৪৭ জনের চোখের ছানি অপারেশনের প্রয়োজনীয়তা দেখা দিলে তাদেরকে বিনামূল্যে ঢাকার আগারগাও লায়ন্স চক্ষু হাসপাতালে ছানি অপারেশন ও লেন্স লাগানোর ব্যবস্থা নেয়া হয়েছে। সমাপনী অনুষ্ঠানের বক্তব্যে উক্ত কর্মসূচিটি সফল করার জন্য ফাউন্ডেশনের বিভিন্ন পরিচালক ও সদস্যগনের অনুদান ও সেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমের জন্য ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য মনিকুড়া গ্রামের কাজিমুদ্দিন ও ইসমাইল ভূঁইয়ার নেতৃতে এলাকাবাসীর সহযোগীতার জন্য তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তাসাউফ ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান ভবিষ্যতে বাংলাদেশের বিভিন্ন স্থানে ‘‘বিনামূল্যে চক্ষু শিবির’’ কর্মসূচির আয়োজন করবে বলে আশা ব্যক্ত করেন। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-এ২ এর মাননীয় গভর্নর লায়ন রইস আহমেদ তার ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই ধরণের কর্মসূচীতে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন।
For Meditation purpose: 01689111999, 01775014300, 01778066336 , 01763152353
TASAUF FOUNDATION 2010. All rights are reserved.