TASAUF FOUNDATION
TASAUF FOUNDATION
A Nonprofit & Nonpolitical Organization, Under Societies Registration Act 1860.
টি এফ মেডিকেল ক্যাম্প: তাসাউফ ফাউন্ডেশন প্রতি বছর বিনামূল্যে বিশেষ চিকিৎসা সেবা প্রদান করে। সমস্ত চিকিৎসা সেবা এবং ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়। তাসাউফ ফাউন্ডেশন একটি অলাভজনক এবং অরাজনৈতিক প্রতিষ্ঠান যা ২০১০ সাল থেকে বিভিন্ন ধরণের মেডিকেল ক্যাম্প প্রোগ্রাম পরিচালনা করছে। সেভাবে গত ২২ নভেম্বর ২০১৩ তারিখে তাসাউফ ফাউন্ডেশন বিনামূল্যে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ প্রদানের সারাদিন ব্যাপী দাতব্য কর্মসূচী গ্রহন করেছে। তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক যথাক্রমে, ডা: মোঃ শফিউর রহমান, শিশু ও ট্রপিকেল মেডিসিন বিশেষজ্ঞ, এবং ডা: নাতাশা তিলোত্তমা আলীম, ওবিএস ও গাইনী বিশেষজ্ঞ, সরকারী কর্মজীবি হাসপাতাল, এবং ডা: সুমন অস্থি চিকিৎসা বিষয়ক মেডিকেল অফিসার, বি এস এম এম ইউ। মোহাম্মদপুর ও মোহাম্মদপুরের আশেপাশে শ্যামলী, আদাবর, লালমাটিয়া এলাকা হতে প্রায় ৩০০ রোগী চিকিৎসা ব্যবস্থার সুযোগ পেয়েছে। তাসাউফ ফাউন্ডেশন ৩০০ রোগীকে প্রচুর পরিমাণে ফ্রি ঔষধ সরবরাহ করেন। অপসোনিন ফার্মা বাংলাদেশ উক্ত ঔষধের কিছু অংশ সরবরাহ করেন এবং বাকী ঔষধ সরবরাহ করেন তাসাউফ ফাউন্ডেশনের সম্মানীত মেম্ভারগণ। জীবনের সমস্ত প্রান্ত থেকে অনেক উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে উক্ত প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছিল। বিশেষ করে নারী, শিশু এবং বৃদ্ধদের সকল বয়সের মানুষের উক্ত প্রোগ্রামটি উপকারী ছিল। উক্ত অনুষ্ঠানে তাসাউফ ফাউন্ডেশনের বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে কর্মসূচিকে সফল করেন।
For Meditation purpose:
TASAUF FOUNDATION 2025. All rights are reserved.