আমি তাসাউফ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মানবকল্যানমূলক কর্মসূচিসমূহের প্রতি আকৃষ্ট হয়ে ফাউন্ডেশন এর সদস্য হতে আগ্রহী। প্রতি মাসে ১,০০০/= টাকা (এক হাজার টাকা) মাত্র চাঁদা প্রদানের মাধ্যমে তাসাউফ ফাউন্ডেশনের সকল মানবকল্যানমূলক ও সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত করতে চাই।
I am attracted to the humanitarian programs run by the Tasauf Foundation and interested in becoming a member of the Foundation. I would like to involve myself in all the humanitarian and social activities of the Tasauf Foundation by paying a monthly donation of Tk.1,000/= (Taka One Thousand) only.