বৃত্তিমূলক ও আই টি শিক্ষা (ভি আই টি):
বৃত্তিমূলক ও আই টি শিক্ষা (ভি আই টি):
‘ডিজিটাল বাংলাদেশ ২০২১’ বাংলাদেশের বর্তমান সরকারের একটি বিশেষ স্বপ্ন। এই ডিজিটাল প্রযুক্তি প্রয়োগ ও বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে যা সাধারণত ডিজিটাল বাংলাদেশ নামে পরিচিত। বাংলাদেশ সরকার ইতিমধ্যে ডিজিটাল প্রযুক্তির সাথে সম্পর্কিত বিপুল সংখ্যক প্রকল্প বাস্তবায়ন করেছে এবং অনেকগুলো প্রকল্পের কাজ চলছে। ২০০৯ সালে গৃহীত এক সিদ্ধান্তের মাধ্যমে ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম-আয়ের অবস্থা অর্জনের লক্ষ্যে ‘জাতীয় আইসিটি নীতি- ২০০৯ গ্রহন করা হয়েছিল যা ২০৪১ সালের মধ্যে আকাঙ্খিত, উন্নত অবস্থা তৈরি করবে।
অর্থনৈতিক ও সামাজিকভাবে নারীর ক্ষমতায়ন বাস্তবায়ন করার সরকারি লক্ষ্যে, ‘তাসাউফ ফাউন্ডেশন’ বাংলাদেশের গ্রামীণ এলাকায় ‘প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন’ শিরোনামে একটি প্রকল্প গ্রহণ করেছে যা ক্রমান্নয়ে সারা দেশে বিভিন্ন স্থানে বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে তাসাউফ ফাউন্ডেশন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বীররামপুর গ্রামে আইটি ভিত্তিক বৃত্তিমূলক শিক্ষা কার্যক্রম শুরু করার পরিকল্পনা গ্রহন করেছে, যেখানে ২০ থেকে ৫০ বছর বয়সী বিভিন্ন বয়সের ৫০ জন নারীকে প্রাথমিক (বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ ও নৈতিক শিক্ষা) ও কারিগরি শিক্ষা প্রদানের পাশাপাশি সেলাই এবং ডিজাইনিং প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণার্থীরা সমগ্র দেশে তাদের প্রস্তুতকৃত সেলাই এবং ডিজাইন সামগ্রী অনলাইনে বিক্রয় করার জন্য ই-কমার্সের মাধ্যমে তাদের উৎপাদিত ‘কৃষিজ-পণ্য’ দেশের বিভিন্ন পাইকারী ও ডিপার্টমেন্ট-শপে বিক্রী করার জন্যও পরিকল্পনা নেয়া হবে।
এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল গ্রামীণ এলাকার প্রতিটি নারীকে কম্পিউটার শিক্ষা প্রদান করা এবং ‘কম্পিউটার বিপ্লব’ এ সাফল্য অর্জন করা যা বাংলাদেশ সরকারের প্রধান স্বপ্ন। উক্ত কর্মসূচীর বিশেষ উদ্দেশ্য হল:
ক) কম্পিউটারে হিসাবপত্র সংরক্ষণের জন্য বিশেষ করে ‘ওয়ার্ড এবং এক্সেল’ প্রোগ্রাম শিক্ষা প্রদান যাতে প্রয়োজনীয় ইলেকট্রনিক-নথি রক্ষন সম্ভব হয়
খ) ই-কমার্স এর মাধ্যমে ব্যবসা শুরু করতে ইন্টারনেট ব্যবহার ও ব্রাউজিং শিক্ষা প্রদান
গ) বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করার মাধ্যমে প্রয়োজনীয় সেলাই, ডিজাইন, বুটিক্স, রং ইত্যাদি পছন্দ করা এবং এগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করা
ঘ) গ্রাহক, আত্মীয় এবং অন্যান্য সামাজিক মাধ্যমে ইমেল এর মাধ্যমে তাৎক্ষণিক যোগাযোগ রক্ষা করা।
তাসাউফ ফাউন্ডেশন মানবতার সেবায় এই ধরণের অনেক কার্যক্রম পরিচালনা করার জন্য ইচ্ছা ও চেষ্টা করে যাচ্ছে। আর এ মহৎ কার্যক্রম অব্যাহত রাখতে আমাদের প্রয়োজন আনসারুল্লাহ্ অর্থাৎ আল্লাহর পথে সাহায্যকারী। আপনাদের সার্বিক সহযোগীতা পেলে আমরা ও আপনারা মিলে সফলতার স্বাক্ষর রাখতে পারবো।