TASAUF FOUNDATION

A Nonprofit & Nonpolitical Organization, Under Societies Registration Act 1860.

TASAUF FOUNDATION

A Nonprofit & Nonpolitical Organization, Under Societies Registration Act 1860.

Flood Victims

Tasauf Foundation helps flood victims in every year by providing food and clothes.

Flood victims:

প্রতি বছর বাংলাদেশের বেশ কিছু অঞ্চল বন্যা কবলিত হয়ে থাকে। তাসাউফ ফাউন্ডেশনের মেম্বারগণ স্বউদ্যেগে নিজ তহবিল থেকে বন্যা কবলিত এলাকায় বিভিন্ন রকমের কার্যক্রম গ্রহন করেন। সূফী স্বেচ্ছাসেবকগণ খাদ্য দ্রব্য বিতরণ এবং ঘর বাধার উপকরণ সরবরাহ  এবং নগদ অর্থ প্রদানের মাধ্যমে বন্যা কবলিত গরীব দুঃখীদের সাহায্য করে থাকেন। যারা এসব প্রোগামে অংশগ্রহন করার মানসিকতা আছে কিন্তু সময় ও সুযোগের অভাবে এসব গরীবদের নিকটে পৌছতে পারেন না তারা তাসাউফ ফাউন্ডেশনের স্মরণাপন্ন হতে পারেন। 

বন্যার্ত অসহায় মানুষের সাহায্যার্থে খাবার বিতরণ কর্মসূচী: ৩১ জুলাই ২০২০

 

বাংলাদেশে এ বছরের বন্যা পরিস্হিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাংলাদেশের উত্তরাঞ্চলসহ বহু এলাকা ও ঢাকার আশেপাশের  বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এ সকল এলাকার পানিবন্দী মানুষ অমানবিক জীবন যাপন করছে। এ পরিস্হিতি আরও দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাসাউফ ফাউন্ডেশন বন্যার্ত অসহায় মানুষের সাহায্যার্থে  খাবার বিতরণ কর্মসূচী গ্রহণ করেছে। আজ শুক্রবার ৩১/০৭/২০২০ তারিখে ঢাকার সাতারকুল এলাকায় বন্যার্তদের মধ্যে খারার বিতরণের মাধ্যমে কর্মসূচীর সূচনা হয়েছে। এ কার্যক্রম অব্যহত রাখার প্রচেষ্টা রয়েছে।

error: Content is protected !!