TASAUF FOUNDATION

A Nonprofit & Nonpolitical Organization, Under Societies Registration Act 1860.

TASAUF FOUNDATION

A Nonprofit & Nonpolitical Organization, Under Societies Registration Act 1860.

Sewing Trade machine distribution

দারিদ্র্যতা বিমোচন এবং জীবনযাত্রার উন্নয়ন কর্মসূচী:

এই কার্যক্রমের প্রধান লক্ষ্য হচ্ছে ক্ষুদ্র ব্যবসার তহবিল প্রদান করা এবং সেলাই মেশিন বিতরণ যা দরিদ্র ব্যক্তির রোজগার বৃদ্ধি করে দারিদ্র্য দূরীভূত করা।

সেলাই মেশিন বিতরণঃ

নারীরা বিশেষত যে সকল নারী গৃহস্থলী কাজে নিয়োজিত সে সকল নারীরা দরিদ্র জনগোষ্ঠীর  মধ্যে অরো দরিদ্রতম। নারীদের উপার্জনের সুযোগ খুব কম এবং কর্মক্ষেত্রে তারা নানা বৈষম্যের শিকার হয়। এই পরিস্থিতি বিবেচনায় তাসাউফ ফাউন্ডেশন ২০১২ সাল থেকে “নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ” নামে একটি প্রকল্প পরিচালনা করে আসছে। দরিদ্র পরিবারে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে তাসাউফ ফাউন্ডেশন এ পর্যন্ত ১০০ সেলাই মেশিন বিতরণ করেছে। ফাউন্ডেশন বিশ্বাস করে দর্জি কাজ বা সেলাই কর্ম হতে পারে নারীদের স্বাবলম্বী করে তোলার উপকরণ এবং দারিদ্র্য দূরীকরণে একটি উপার্জনের পথ। এই প্রকল্পের আওতায় মহিলারা ফাউন্ডেশন থেকে দর্জি কর্ম প্রশিক্ষণও পেয়ে থাকে। এই উপার্জন দিয়ে তারা দরিদ্র্যতা থেকে বের হয়ে আসতে পারে এবং সংসারে আর্থিক সহযোগিতা প্রদান সহ সন্তানদের শিক্ষা প্রদানের জন্য স্কুলে পাঠাতে সক্ষম হয়।

রানা প্লাজা দূর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানঃ

রানা প্লাজা কমপ্লেক্স ২০১৩ সালের ২৪ এপ্রিল বিধ্বস্ত হয়।  এই মর্মান্তিক রানা প্লাজা দূর্ঘটনায় গুরুতর আহত গার্মেন্টস কর্মীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। সেই দূর্ঘটনায় এক হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে, মারাত্মক আহত হয় আরো আড়াই হাজার মানুষ। এখন পর্যন্ত এটি গার্মেন্টস ফ্যক্টরীর ইতিহাসে সবচেয়ে মারাত্মক দূর্ঘটনা হিসাবে বিবেচিত হয়েছে। বাংলাদেশের রপ্তানি আয়ের ৭৫% গার্মেন্টস শিল্পের উপর নির্ভরশীল। বাংলাদেশি গার্মেন্টস প্রস্তুতকারকরা বিশ্বব্যাপী আমদানীকারকদের দেশের প্রতি আকর্ষণ বজায় রাখার জন্য গার্মেন্টস শিল্প উৎপাদন এবং শ্রমিক মজুরি কম রাখা হয়, যার ফলে গার্মেন্টস শ্রমিকরা প্রচুর চাপের মধ্যে থাকে। সর্বশক্তিমান আল্লাহ তায়লার করুণায় ৩৮ তম সূফী মেডিটেশন কোর্সের সময়ে আমরা সুযোগ পেয়েছি জরুরি তহবিল গঠন করে মারাত্মক আহত গার্মেন্টস কর্মীদের পাশে দাঁড়াবার এবং নগদ টাকা ও সেলাই মেশিন তাদের নির্বাচিত আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করার।

তাসাউফ ফাউন্ডেশন মানবতার সেবায় এই ধরণের অনেক কার্যক্রম পরিচালনা করার জন্য ইচ্ছা ও চেষ্টা করে যাচ্ছে। আর এ মহৎ কার্যক্রম অব্যাহত রাখতে আমাদের প্রয়োজন আনসারুল্লাহ্ অর্থাৎ আল্লাহর পথে সাহায্যকারী। আপনাদের সার্বিক সহযোগীতা পেলে আমরা ও আপনারা মিলে সফলতার স্বাক্ষর রাখতে পারবো।

error: Content is protected !!