TASAUF FOUNDATION
আলহাদী সৈয়দ শাহাদাত হুসাইন তাসাউফ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, আল ক্বোরআন গবেষক, আল্লাহর পরিচয়দানে বাস্তবমূখী শিক্ষক, আধ্যাত্মিক গাইড। তিনি তাসাউফকে জগত ব্যাপী বিস্তারের লক্ষ্যে, তাযকিয়াতুল নাফস তথা কুপ্রবৃত্তিকে সুপ্রবৃত্তিতে পরিবর্তন এবং তাযকিয়াতুল ক্বালব তথা আত্মশুদ্ধির প্রক্রিয়া শিক্ষাদানের মধ্য দিয়ে প্রশান্ত চিত্তে আল্লাহর নিকট সমর্পিত হতে সূফী মেডিটেশন পদ্ধতির সূচনা করেছেন। তিনি ২০১০ সাল থেকে ১৫ বছর ব্যাপী সূফী মেডিটেশনের আলো বিশ্বব্যাপী পৌঁছে দিচ্ছেন। এ পর্যন্ত ৮৪ টি বেসিক ব্যাচ সম্পন্ন করেছেন। তাছাড়া এক বছর মেয়াদি spiritual theology and physiology course (STPC) পরিচালনা করছেন। উক্ত কোর্সসমুহে বহু আলেম ওলামা, জ্ঞানী-গুনী, দার্শনিক, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন সত্য সন্ধানীগণ অংশগ্রহণ করেছেন। তাদের মনে জমে থাকা তৃষ্ণার্ত প্রশ্নের ব্যাখা ও সমাধান পেয়ে সকলে তৃপ্ত হয়েছেন এবং সত্যিকারের তাসাউফের জ্ঞান লাভে সক্ষম হয়েছে।
মেডিটেশন হচ্ছে মস্তিষ্কের প্রশান্ত অবস্থা, যার মাধ্যমে মস্তিষ্কের জাগ্রত অবস্থায় শরীরের সমস্ত ইন্দ্রিয় এবং ক্রিয়াকলাপ বন্ধ করে (ইন্দ্রিয় সমূহ নিষ্ক্রিয় করার মাধ্যমে) প্রয়োজনীয় পজিটিভ ইনফরমেশন/শক্তি মনে প্রবেশ করানো হয়। চলমান জীবন থামিয়ে বা সকল ইন্দ্রিয়কে বিশ্রাম দিয়ে শক্তি পুনরুদ্ধার করে পুনরায় চলমান থাকাই জীবন প্রক্রিয়া।
আপনার শরীরকে স্থির করে মনকে শক্তিশালী করে সকল নেতিবাচক চিন্তাভাবনাগুলিকে পজেটিভ চিন্তায় পরিণত করে একাগ্রচিত্ত হয়ে মস্তিষ্কের বার্ধক্যকে হ্রাস করে দেহ মনকে উজ্জীবিত রাখার জন্য মেডিটেশন একমাত্র পন্থা। স্রষ্টার নিকট আমাদের এবাদাত পৌছানোর লক্ষ্যে একাগ্রতা অর্জন অত্যাবশ্যক আর এই একাগ্রতা অর্জনের পদ্ধতি হল মোরাক্বাবা বা মেডিটেশন।
তাসাউফ ফাউন্ডেশনকর্তৃক পরিচালিত সূফী মেডিটেশন কোর্সটি সম্পূর্ণ ক্বোরআন, হাদীস ও আধ্যাত্মিকতার মানদন্ডে সাজানো এবং প্রত্যেকটি তথ্যর অথেনটিক রেফারেন্স প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়।
কোর্সের প্রথম অংশে থাকবে মন, মেডিটেশন ও ব্রিদিং তথা বায়ুতত্ত্ব বিষয়ক আলোচনা।
কোর্সের দ্বিতীয় অংশে রয়েছে আর্ট অব ব্রিদিং তথা পাস-আনপাস জিকির ও মেডিটেশনের (মোরাক্বাবার) ব্যবহারিক শিক্ষা।
কোর্সের তৃতীয় অংশে রয়েছে অংশগ্রহনকারীদের প্রশ্ন-উত্তর পর্ব।
মানব দেহের (৭+৭) চৌদ্দটি আধ্যাত্মিক ষ্টেশনের পরিচিতি
শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে পাস-আনফাস জিকির
হিফজে দম বা সর্বাঙ্গে জিকির জারী করার পদ্ধতি
দোষ-ত্রুটি পর্যবেক্ষনের মোরক্বাবা
রোগ মুক্তির ধ্যান
জাগতিক উন্নতির ধ্যান
প্রশান্তির মোরাক্বাবা
মোরাক্বাবায়ে আনফাসি তথা নিজের দেহের মধ্যে পরিভ্রমন
মোরাক্বাবায়ে আফাকি তথা বিশ্ব জগতে পরিভ্রমণ
মোরাক্বাবায়ে নূর তথা নূর দর্শন
আত্ম বিলুপ্তির ধ্যান তথা মোরাক্বাবায়ে ফানা
সালাত সহ সকল এবাদতে একাগ্রতা ও স্থিরতা আনয়ন প্রক্রিয়া
কুপ্রবৃত্তি দমন ও আত্মশুদ্ধি লাভের প্রক্রিয়া
দেহ ও মনকে নিয়ন্ত্রণ করে দুশ্চিন্তা হতে মুক্তিলাভের প্রক্রিয়া
আত্মা নিরাময়ের আধ্যাত্মিক প্রক্রিয়া
স্মৃতিশক্তি ও মেধাশক্তিকে উন্নত করা
লতিফাসমূহ জাগ্রত করার প্রক্রিয়া
তওবা করে বিনীত হওয়ার সঠিক প্রক্রিয়া
বদ অভ্যাস ও নেশা দূরিকরণের প্রক্রিয়া
ধ্যানে তথ্যভান্ডারের সাথে সংযোগ প্রক্রিয়া
দ্রুত ধ্যানের গভীর অবস্থায় পৌঁছার প্রক্রিয়া
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া
সুলতানুল আজকার বা সর্বাঙ্গে জিকির চালু করার প্রক্রিয়া
ঊরূজ বিল বোরাক বা নাফসে আম্মারাকে বোরাক শক্তির মাধ্যমে আখফা লতিফায় উত্তোলন করে রূহুল কুদ্দুস বা অনন্ত চেতনায় উন্নীতকরণ প্রক্রিয়া
ফারাসাত বা অর্ন্তচক্ষু হাসিল করার প্রাথমিক প্রক্রিয়া
মন, আত্মা ও আধ্যাত্মিকতা একত্রিত করে স্থান, কাল এবং সময়কে অতিক্রম করার প্রক্রিয়া।
জকি ছাআত বা জ্ঞানীদের দৈনিক, মাসিক ও বাৎসরিক বুদ্ধিমান সময় বের করে সঠিক সময়ে সঠিক কাজ করা।
কোর্স সমন্বয়কঃ
অধ্যাপক ড. তাওহীদা রশীদ, আবহাওয়া বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
মোবাইলঃ ০১৯৬৬১৬৭৭১৯
সূফী মেডিটেশনের জন্যে যোগাযোগঃ
হাফেয মাওলানা আবুল কালাম আজাদঃ ০১৮৩৯৩৮৪২৫৩
শামসুর রহমান রাজুঃ ০১৭৭৮০৬৬৩৩৬
সুজন মিয়াঃ ০১৯৬৭৯৯৫৬১০
মেহেদী হাসানঃ ০১৬৮৯১১১৯৯৯
শফিকুল ইসলামঃ ০১৭৭৫০১৪৩০০
আখবাত হকঃ ০১৭৬৩১৫২৩৫৩
বিঃ দ্রঃ অনুসন্ধানী বিষয় সমূহ জানতে পেজের অন্যান্য পোস্ট ভিজিট করুন https://www.facebook.com/SufiMeditation/
For Meditation purpose:
TASAUF FOUNDATION 2025. All rights are reserved.