TASAUF FOUNDATION

A Nonprofit & Nonpolitical Organization, Under Societies Registration Act 1860.

TASAUF FOUNDATION

A Nonprofit & Nonpolitical Organization, Under Societies Registration Act 1860.

Tasauf Angel

তাসাউফ ফাউন্ডেশন তাসাউফ অনুশীলনের মাধ্যমে এঞ্জেলদেরকে বিশুদ্ধতা অর্জনে সংগঠিত করে

তাসাউফ এঞ্জেল ক্লাব: তাসাউফ ফাউন্ডেশন ‘তাসাউফ এঞ্জেলস’ নামে একটি নতুন ক্লাব প্রতিষ্ঠা করেছে যার লক্ষ্য তাসাউফ (সুফিজম) অনুশীলন করে বিশুদ্ধতা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে সংগঠিত করা।  “তাসাউফ এঞ্জেলস” ১৮ বছর পর্যন্ত শিশু-কিশোরদের এমন একটি সংগঠন যা সত্যকে ভালবাসা এবং আল্লাহর প্রতি সর্বোচ্চ আনুগত্যের মাধ্যমে সত্যকে উজ্জীবিত রাখার দাবী করে। তারা মানুষের সম্পর্ক উন্নয়নের জন্য মানবিক সেবা প্রদান করবে, সকল ক্ষেত্রে উচ্চ নৈতিক মানকে উত্সাহিত ও উন্নত করবে এবং সমাজে বন্ধুত্ত ও শান্তি বজায় রাখবে। তাসাউফ এঞ্জেলসের উদ্বোধনী অনুষ্ঠান ২০১৪ সালে ৩রা জানুয়ারী তারিখে মোহাম্মদপুরের তাসাউফ ফাউন্ডেশন অফিসে অনুষ্ঠিত হয়।

তাসাউফ এঞ্জেল ক্লাবটি প্রতিষ্ঠার পর থেকেই সমাজের বঞ্চিত শিশুদের জন্য অনেক কার্যক্রম পরিচালনা করেছে। বিশেষ করে সমাজের সুবিধাভোগী ও বঞ্চিত শিশুদের মধ্যে একটি সেতু তৈরির উদ্দেশ্যে,  তাসাউফ এঞ্জেল ২৪ শে মার্চ, শুক্রবার, ২০১৪ সালে সকাল ১০ টা থেকে ১২:৩০ পর্যন্ত টঙ্গী রেল স্টেশনের কাছে  “তাসাউফ এঞ্জেলস এবং পথ শিশুদের মধ্যে মতামত বিনিময়” শিরোনামে একটি অনুষ্ঠান পরিচালনা করে। চেঞ্জ দা লাইভ নামে একটি প্রতিষ্ঠান রাস্তায় বসবাসকারী পথ শিশুদের নিয়ে কাজ করছে যারা রেল স্টেশনে রাত্রীকালীন বসবাসকারী, ৮ থেকে ১২ বয়সের অবহেলিত ও সুবিধা বঞ্চিত শিশুরা যারা দিনের বেলায় রাস্তার আবর্জনা, উচ্ছিষ্ট, বোতল সংগ্রহ, স্টেশনে লাগেজ বহন, ইত্যাদি কাজ করে জীবিকা নির্বাহ করে। চল্লিশজন পথ শিশু এবং দশ জন তাসাউফ এঞ্জেলস এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাসাউফ এঞ্জেলস এর পক্ষে মাস্টার মাইন্ড, সানি ডেল, শহীদ বীর উত্তম, শহীদ আনোয়ারা গার্লস কলেজ, বারিধারা স্কলারস  ইনস্টিটিউশন (বিএসআই) ইত্যাদি ঢাকা মহানগরীর বিভিন্ন স্বনামধন্য ইংরেজী ও বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।

         অনুষ্ঠানের শুরুতেই অংশগ্রহণকারী শিশুরা শারীরিক ব্যায়ামে অংশ নেয় এবং ৪ টি দলে বিভক্ত করা হয়। প্রতিটি দলে ১২ থেকে ১৩ জন অংশগ্রহণকারী (তাসাউফ এঞ্জেলস থেকে ২-৩ জন এবং পথ-শিশুদের থেকে ১০-১১ জন) নিয়ে গঠিত হয়। তাসাউফ এঞ্জেলস পথ-শিশুদের সাথে তাদের মতামত ও ধারনা বিনিময় করে অপর পক্ষে পথ শিশুরা তাদের শিল্পকর্ম এবং লেখার দক্ষতার মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা এবং আগ্রহ প্রকাশ করে। পথ-শিশুরা তাদের দৈনন্দিন কঠোর জীবন বর্ণনা করে যা আমাদের ও এঞ্জেলসদের হৃদয়কে বিগলিত ও আলোড়িত করে। তারা আমাদের সাথে তাদের স্বপ্ন ভাগ করে নিয়েছে; কেউ পুলিশ হতে চায়, কেউ স্কুলে পড়াশোনা করতে চায়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তাসাউফ এঞ্জেলস শিশুরা পথ-শিশুদের জন্য আনা কিছু খাবার এক সাথে বসে ভাগ করে খেয়েছে। পথ শিশুদের জন্য কিছু টি-শার্ট এবং শিক্ষা উপকরণ উপহার হিসাবে দেওয়া হয়। আমাদের এই অনুষ্ঠান সফল করার জন্য ‘চেঞ্জ দ্য লাইভস’ এর সাহায্য ও সহযোগিতা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি।

তাসাউফ এঞ্জেল ক্লাব ২০১২ সালের ১৭ জুলাই, বৃহস্পতিবার  এসওএস শিশু পল্লী shishu shushu ঢাকা‘র প্রায় ২০০ টি শিশুর জন্য ইফতার পার্টীর আয়োজন করেছিল। উক্ত অনুষ্ঠানে ২২ জন তাসাউফ এঞ্জেলস এবং  ৯ জন টি এফ সদস্য উপস্থিত ছিল। এসওএস শিশু পল্লী অনাথ, এতিম ও নিঃস্ব  শিশুদের যত্ন সহকারে, পারিবারিক পরিবেশে, সুরক্ষিত অবস্থায় লালন পালনের দায়িত্ব পালন করছে। তাসাউফ এঞ্জেলস তাদের সঙ্গে নেয়া ইফতার সামগ্রী এসওএস শিশু পল্লীর শিশুদের সঙ্গে ভাগ করে খায় এবং তাদের সাথে মতবিনিময় করে। তাসাউফ এঞ্জেলস এর পক্ষে মাস্টার মাইন্ড, সানি ডেল, শহীদ বীর উত্তম, শহীদ আনোয়ারা গার্লস কলেজ, বারিধারা স্কলারস  ইনস্টিটিউশন (বিএসআই) ইত্যাদি ঢাকা মহানগরীর বিভিন্ন স্বনামধন্য ইংরেজী ও বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। তারা শিশু পল্লীর শিশুদের সাথে প্রায় দুই ঘন্টা অতিবাহিত করে এবং এসওএস শিশু পল্লীর বিভিন্ন ঘর পরিদর্শন করে। অনাথ ও এতিম শিশুদের বিভিন্ন ঘরে, পরিবারে বসবাস করতে দেখে তাসাউফ এঞ্জেলস সদস্যরা খুশী ও অবাক হয়। তারা আরো দেখে কিভাবে বিভিন্ন পরিবেশের শিশুরা এক প্রেমময় মা’র তত্ত্বাবধানে একই পরিবারে একত্রে বসবাস করে। অনাথ শিশুদের উন্নত মানের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মৌলিক চাহিদা পূরণের সুব্যবস্থা দেখে তাসাউফ এঞ্জেলসরা খুব খুশী হয়। ২০১৭ সালে সেপ্টেম্বর মাসে তাসাউফ এঞ্জেলস সদস্যরা রোহিঙ্গা শিশুদের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেয়। সেখানে তারা নিঃস্ব রোহিঙ্গা শিশুদের জন্য সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয় এবং আপেল, ফলের রস  এবং টি-শার্ট বিতরণ করে।

এগুলি ছাড়াও, তাসাউফ এঞ্জেলস সদস্যরা প্রতি মাসে এক বার আলহাদি’র কাছে ইসলামিক শিক্ষা গ্রহন করে  এবং নিজেকে পরিশোধন পদ্ধতি অনুশীলন করে।

error: Content is protected !!